রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তিন চিকিৎসক কারাগারে, কর্মবিরতি ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভুল চিকিৎসায় এক স্কুলশিক্ষিকার মৃত্যুর অভিযোগে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় ডা. ডিউক চৌধুরীসহ তিন চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন জেলার বেসরকারি ক্লিনিকের চিকিৎসকরা। আসামিদের মুক্তি দাবিতে গতকাল জেলার সব বেসরকারি ক্লিনিকে এ কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি হাসপাতালগুলোতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখেন চিকিৎসকরা। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সফপাড়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক নওশিন আহম্মেদ দিয়া প্রসববেদনা নিয়ে ৩০ অক্টোবর খ্রিস্টিয়ান মেমোারিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে আগাম সিজারের মাধ্যমে একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। সুস্থ হওয়ার আগেই রোগীকে ছাড়পত্র দেওয়ায় তিনি বাড়িতে চলে যান। ফের ৪ নভেম্বর প্রচ- মাথাব্যথা নিয়ে ওই শিক্ষিাকা একই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের স্বত্বাধিকারী ডা. ডিউক চৌধুরী, চিকিৎসক অরুণেশ্বর পাল অভি ও মো. শাহাদাত হোসেন রাসেল ভুল ইনজেকশন এবং ওষুধ প্রয়োগ করার পর দিয়া অজ্ঞান হয়ে পড়েন। একপর্যায়ে তার মৃত্যু হলেও মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ওই দিন বেলা ১টায় স্বজনদের ঢাকায় নিয়ে যেতে বলেন। বিকাল সাড়ে ৪টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার চিকিৎসকরা কয়েক ঘণ্টা আগেই দিয়ার মৃত্যু হয়েছে বলে জানান। ঘটনার আট দিন পর ডা. ডিউক, ডা. অভি ও ডা. রাসেলকে আসামি করে মামলা করেন দিয়ার স্বজনরা। ১৮ ডিসেম্বর আসামিরা আদালতে উপস্থিত হলে আদালত তাদের কারাগারে পাঠিয়ে ১ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেন। ১ জানুয়ারি শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম। তিন চিকিৎসককে কারাগারে পাঠানোর ঘটনায় বিএমএ ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক মালিক সমিতির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবিতে শনিবার দিনব্যাপী প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর