সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জোর দিতে হবে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে

-শফিক আহমেদ

জোর দিতে হবে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বর্তমান সরকারের টানা ১১ বছর মেয়াদে বিচার বিভাগের অনেক উন্নয়ন হয়েছে। তবে পাহাড়সম মামলার জটের কারণে সাধারণ মানুষ সেই উন্নয়নের সুফল পুরোপুরি ভোগ করতে পারছে না। এখনো বিচার পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে মামলা দায়ের কমাতে হবে। বিরোধ নিষ্পত্তিতে অল্টারনেটিভ ডিসপিউট রেজ্যুলেশন (এডিআর) বা বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির ওপর জোর দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিক আহমেদ বলেন, এডিআর পদ্ধতি প্রয়োগ হলে অনেক বিরোধের মামলাই হবে না। কোনো কোনো ক্ষেত্রে মামলা হলেও খুব দ্রুত ওইসব মামলা নিষ্পত্তি হবে এবং উভয় পক্ষই এখানে সন্তুষ্ট হবে। তিনি বলেন, বিচারের লম্বা প্রসেস কমিয়ে আনতে হবে। অনেক সময় দেখা যায়, লম্বা সময় ধরে বিচার চলায় অনেক মামলার সাক্ষী হারিয়ে যায়, তদন্ত কর্মকর্তা অবসরে চলে যান। তাই খুব গুরুতর মামলা না হলে মুলতবি ছাড়া শুনানি করতে হবে।  তিনি আরও বলেন, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা খুব কম। প্রয়োজনীয় সংখ্যক বিচার নিয়োগে সরকারকে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় এজলাস ও বিচারকদের জন্য লজিস্টিক সাপোর্টও নিশ্চিত করতে হবে বলে মনে করেন সাবেক এই আইনমন্ত্রী।

সর্বশেষ খবর