সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আইন যুগোপযোগী করা জরুরি

-মনজিল মোরসেদ

আইন যুগোপযোগী করা জরুরি

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেছেন, অনেক পুরনো আইন এখন দুর্ভোগের কারণ হয়ে আছে। তাই সেসব আইন যুগোপযোগী করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, গত বছরগুলোতে আমরা বিচার বিভাগে অনেক উন্নয়ন লক্ষ্য করেছি। তবে এত উন্নয়নের পরও কিন্তু সাধারণ মানুষের দ্রুত বিচারপ্রাপ্তির মৌলক অধিকারটা নিশ্চিত হচ্ছে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নে তিনি এসব কথা বলেন। মনজিল মোরসেদ বলেন, জাতীয় সংসদে অনেক আইন পাস হয়, তবে দেশে এখনো অনেক পুরনো আইন আছে। সেগুলো সংস্কারের উদ্যোগ দেখা যায় না। অনেক আইন আছে, বর্তমান প্রেক্ষাপটে ওই আইনগুলো একেবারেই গুরুত্বহীন। এর ফলে পুরনো অনেক আইন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেসব আইন যুগোপযোগী করা অত্যন্ত জরুরি। মামলাজটের কারণে দ্রুত বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, যত উন্নয়নই হোক না কেন, কোনো বিরোধের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে উন্নয়নের শতভাগ সুফল কখনই সাধারণ মানুষ পাবে না। এ ক্ষেত্রে সরকারের উচিত হবে, মামলাজট কমিয়ে কীভাবে দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করা যায় এই বিষয়টাতেই বেশি গুরুত্ব দেওয়া। এতে সরকারের ওপরও সাধারণ মানুষের আস্থা বাড়বে। তিনি আরও বলেন, বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জন করার ক্ষেত্রে সরকারকে অনেক পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনীয় এজলাস যেমন বাড়াতে হবে, তেমনি অধিক সংখ্যক বিচারক নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে বিচারকদের জন্য আনুষঙ্গিক সব সুবিধাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন এই আইনজীবী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর