সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দু-এক দিনের মধ্যে জমবে বাণিজ্য মেলা

আশা সংশ্লিষ্টদের

নিজস্ব প্রতিবেদক

দু-এক দিনের মধ্যে জমবে বাণিজ্য মেলা

ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠতে শুরু করেছে বাণিজ্য মেলা। তবে মেলার পঞ্চম দিনেও পুরোপুরি প্রস্তুত হয়নি বেশিরভাগ প্যাভিলিয়ন ও স্টল। এখনো চলছে ঘষামাজা ও নির্মাণের কাজ। ফলে মেলায় আসা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নিজেদের পণ্য সাজাতে পারেনি। দুয়েক দিনের মধ্যেই মেলা জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি  আয়োজিত রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায়, বেশিরভাগ প্যাভিলিয়ন ও স্টলে কাজ চলছে। কিছু কিছু প্যাভিলিয়ন ও স্টলে মালামাল তুলতে ব্যস্ত কর্মীরা। এ ছাড়া বড় বড় প্যাভিলিয়নগুলোর বাইরের কাজ শেষ হলেও ভিতরে এখনো চলছে গোছানোর কাজ। জানতে চাইলে মেলার সদস্য সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মো. আবদুর রউফ সাংবাদিকদের বলেন, ‘মেলার প্রথম সপ্তাহ গোছাতে এবং প্রতিষ্ঠানগুলোর প্রস্তুত হতে লেগে যায়। এরপর দ্বিতীয় সপ্তাহ থেকে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরে। আমরা আশা করছি, আর ২ থেকে ৩ দিনের মধ্যে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো পুরোপুরি প্রস্তুত হবে। ইপিবি জানিয়েছে, এবার মেলায় প্রবেশ টিকিটের দাম বাড়িয়ে প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মেলায় ১১২টি প্যাভিলিয়ন, ১২৮টি মিনি প্যাভিলিয়ন ও ২৪৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, ব্রুনাইসহ ২১টি দেশের বিভিন্ন কোম্পানি অংশ নিচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।

সর্বশেষ খবর