সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
তদন্ত প্রতিবেদন দাখিল

গাজীপুরে ফ্যান কারখানায় আগুনে কর্তৃপক্ষ দায়ী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার কেশোরিতা এলাকায় রুজা হাইটেক লিমিটেডের লাক্সারি ফ্যান তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলাম বৃহস্পতিবার জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের কাছে প্রতিবেদনটি জমা দিলেও গতকাল বিষয়টি প্রকাশ হয়। তদন্ত কমিটি এরূপ ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে ৯ দফা সুপারিশমালা দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, কারখানার তৃতীয় তলায় অগ্নি কবলিত টিনশেডটি সম্পূর্ণরূপে অবৈধভাবে নির্মিত। যা ফায়ার লাইসেন্সে অন্তর্ভুক্তি ছিল না। প্রতিষ্ঠানে একটি বিকল্প সিঁড়ি ও তৃতীয় তলার টিনশেডে অতিরিক্ত একটি দরজা থাকলে অগ্নিকান্ডে  নিহতরা তাদের জীবন রক্ষা করতে সক্ষম হতো।

তদন্ত কমিটির প্রধান বলেন, যে তলায় আগুনের সূত্রপাত সেখানে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর এমনকি কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের কোনো ছাড়পত্র ছিল না।

সর্বশেষ খবর