সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত

আফজাল, টঙ্গী

৫৫তম বিশ্ব ইজতেমার ময়দান প্রায় প্রস্তুত। এখন চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। চলছে ন্যূনতম ত্রুটি-বিচ্যুতি সংশোধনে পর্যবেক্ষণ। রাজধানীর কাছে টঙ্গীর কহর দরিয়া-খ্যাত তুরাগ নদের তীরে আগামী ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরই মধ্যে চিল্লাধারী মুসল্লিরা ময়দানের আশপাশ এলাকায় অবস্থান নিয়ে দাওয়াতি মেহনতে রয়েছেন। ইজতেমা শুরুর আগেই তারা ময়দানে প্রবেশ করবেন। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, মুসল্লিদের সেবায় অস্থায়ী টয়লেট নির্মাণ, গভীর নলকূপ  স্থাপন, নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, চারদিকে চলাচলের সুবিধার্থে বৈদ্যুতিক বাতির ব্যবস্থাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির দুটি অংশের মধ্যে মতপার্থক্য রয়েছে। তা সত্ত্বেও বিশ্ব ইজতেমা সফলভাবেই হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দান ও এর আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে এবং দুই পক্ষই শান্তিপূর্ণভাবে ইজতেমার কার্যক্রম শেষ করবে সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

সর্বশেষ খবর