সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্যাসিনোকাণ্ডে গণপূর্তের প্রকৌশলীসহ ৩ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

জি কে শামীমসহ (গোলাম কিবরিয়া শামীম) বিভিন্ন কাজের ঠিকাদারদের সঙ্গে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মঈনুল ইসলাম, পদ্মা অ্যাসোসিয়েটস ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ঠিকাদার মিনারুল চাকলাদার ও কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান আবদুল হাকিম। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম গতকাল দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করে বলে দুদক সূত্রে জানা গেছে। জানা যায়, গত ২৬ ডিসেম্বর তাদের তলব করে  নোটিস পাঠায় দুদক। নোটিসে বলা হয়, ‘ঠিকাদার জি  কে শামীমসহ অন্য ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

সুষ্ঠু অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।’

ক্যাসিনো অভিযান শুরুর পর গণমাধ্যমে আসা বিভিন্ন ব্যক্তির নাম যাচাই-বাছাই করে একটি প্রাথমিক তালিকা তৈরি করে দুদক। পাশাপাশি র‌্যাব ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানরা দুদক চেয়ারম্যানের সঙ্গে দফায় দফায় বৈঠক করে গোয়েন্দা তথ্য সরবরাহ করেন। সেসব তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করে এ পর্যন্ত ১৯টি মামলা করেছে দুদক। এরপর অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে দুদক।

সর্বশেষ খবর