সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্যাপক দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারের সংকট উত্তরণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করার একদিন পরেই ব্যাপক দরপতন হয়েছে। গতকাল দেশের দুই শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

জানা গেছে, বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। এতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়। কিন্তু বৈঠকের পর গতকাল প্রথম লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০০ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৯২ কোটি ৪৬ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ৯৪ কোটি ৩৬ লাখ টাকা কম। ডিএসইতে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৫২টির দর বেড়েছে। কমেছে ২৬৯টির। আর ৩৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮১ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত থাকে ২০টির দর। সিএসইতে ৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর