মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরের প্রথম দুদিন সূচক কিছুটা বাড়লেও ঠিক পরের দুই কার্যদিবসে ভয়াবহ দরপতন হয়েছে  শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ কমে ৪৪ মাস আগের অবস্থানে নেমে গেছে। ডিএসইতে দুদিনে সূচক কমেছে ১২৮ পয়েন্ট। তার আগের দুদিনে বেড়েছিল মাত্র ৭ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ব্যাপক পতনে শেষ হয়েছে লেনদেন। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩২ পয়েন্টে। যা ৪৪ মাস বা ৮৭৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ১৭ মে আজকের চেয়ে নিম্নে অবস্থান করছিল ডিএসইএক্স সূচকটি। ডিএসইতে সূচকের ব্যাপক পতনে গ্রামীণফোনের বড় ভূমিকা ছিল। কোম্পানিটির দরপতনে ১৬ পয়েন্ট কমেছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের জন্য ৭ ও স্কয়ার ফার্মার দরপতনে সূচক ৪ পয়েন্ট কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ৮১ লাখ টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দর বেড়েছে। পক্ষান্তরে কমেছে ২৫৩টির এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।

 ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স,  শেফার্ড ও জেনেক্স ইনফোসিস। অপর শেয়ারবাজার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২২২ পয়েন্টে। হাতবদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫০টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। সিএসইতে ১৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট  লেনদেন হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর