মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বাস-মাইক্রোবাস সংঘর্ষ

আনন্দ ভ্রমণের পথেই শেষ ৬ প্রাণ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তারা সবাই আনন্দ ভ্রমণে বের হয়েছিলেন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। করিমপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক ফরিদপুরের বোয়ালমারী থেকে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের ৬ যাত্রী। এদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। নিহতরা হলেন- ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি ডা. শরিফুল ইসলাম (৪২), তার কন্যা তাবাসসুম (৯), শ্যালিকা জাকিয়া সুলতানা আতিয়া (১৪), ভাগ্নি তানজিলা (২২), মাইক্রোবাস চালক নাহিদ হোসেন (২৬), পুলিশের এসআই ফারুক হোসেন (৪২)। দুর্ঘটনার পর মামুন পরিবহনের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

 নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ডা. শরিফুল ইসলাম, তাবাসসুম, জাকিয়া সুলতানা আতিয়া ও তানজিলার বাড়ি জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামে। আর ঢাকা হেড কোয়ার্টারে চাকরিরত পুলিশের এসআই ফারুক হোসেনের বাড়ি জেলার আলফাডাঙ্গা উপজেলায়, মাইক্রোবাস চালক নাহিদের বাড়ি নড়াইল জেলায়। নিহত ডা. শরিফুল ইসলামের ভাই হান্নান জানান, তার ভাই ডা. শরিফুল ইসলাম পরিবারের স্বজন ও এক বন্ধুকে নিয়ে ভোরে নিজস্ব মাইক্রোবাস নিয়ে কক্সবাজারে আনন্দ ভ্রমণের জন্য যাচ্ছিলেন।

সর্বশেষ খবর