মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

শৈত্যপ্রবাহ ফের শুরু

নিজস্ব প্রতিবেদক

শৈত্যপ্রবাহ ফের শুরু

আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গতকাল রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম ও যশোর জেলা এবং আশপাশের অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া শুরু করে। রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। আবহাওয়া অধিদফতর বলছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসের গতি ছিল ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। তবে ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এদিকে গতকাল সকালের দিকে ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। দুপুরের দিকে ঝাঁঝালো গরমের অনুভূতিও পান নগরবাসী। দুপুরের পর আবার নেমে যায় তাপমাত্রা। সন্ধ্যার পর শুরু হয় কনকনে ঠান্ডা বাতাস। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। দুপুরের দিকে সূর্য উঠলেও আকাশ মেঘলা থাকার ফলে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না।

 বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও রাজশাহীতে ৮ দশমিক ৮। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর