বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাণিজ্য মেলায় বিক্রি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মেলায় বিক্রি বাড়ছে

ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়ছে এবারের বাণিজ্য মেলায়। একটা কিনলে আরেকটা ফ্রি অফারও আছে বিক্রেতাদের জন্য। তা লুফে নিতেও দেরি করছেন না ক্রেতারা। রাজধানীর শেরেবাংলানগরে মেলায় গতকাল ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুশি আয়োজকরাও। গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় এ চিত্র। রাজধানীর শেরেবাংলানগরে মাসব্যাপী ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যৌথ  আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সংস্থাটির পরিচালক ও মেলা কমিটির সদস্য সচিব মো. আবদুর রউফ জানিয়েছেন, আজ (বুধবার) সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে মেলা। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন আগামী ১০ জানুয়ারি বন্ধ থাকবে বাণিজ্য মেলা। এ দিন বিকাল ৩টায় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানও। এ ছাড়া উপস্থিত থাকবেন ১০ হাজার দর্শক। ওইদিনই দেশের ১২ সিটি করপোরেশনের ২৮টি স্থানে, ৫৩টি জেলা ও দুটি উপজেলায় মোট ৮২টি কাউন্টডাউন ঘড়ি বসানো হবে।

ইপিবি জানিয়েছে, এবার মেলায় প্রবেশ টিকিটের দাম বাড়িয়ে প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। মেলায় ৪৮৩টি স্টল ও প্যাভিলিয়নে দেশ ও বিদেশের পণ্য বেচাকেনা হবে। এসবের মধ্যে ১১২টি প্যাভিলিয়ন, ১২৮টি মিনি প্যাভিলিয়ন ও ২৪৩টি স্টল আছে। এবারের মেলায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, ব্রুনাইসহ ২১টি দেশের বিভিন্ন কোম্পানি অংশ নিচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর