বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্বামীর লাশ রেললাইনের পাশে ফেলে যান স্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর লাশ রেললাইনের পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সুমি আক্তার (২৪), চট্টগ্রামের হাবিবুর রহমান ফারুক (২২), চাপাচৌ গ্রামের সিএনজিচালক রুহুল আমিনকে (৬০) গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, ২৪ ডিসেম্বর উপজেলার আলকরা-কেন্দুয়া রাস্তার মাথায় রেললাইনের পাশ থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতে চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্তের দায়িত্ব পান একই থানার এসআই মনির হোসেন। এসআই মনির হোসেন গতকাল সাংবাদিকদের জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্য-প্রযুক্তির মাধ্যমে নিহত যুবকের পরিচয় উদ্ধার করা হয়। নিহত শায়েস্তা খান চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার মেহেদীনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। পরে জানা যায়, নিহত যুবকের শ্বশুরবাড়ি চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রামে। তিনি ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে সুমি আক্তারকে বিয়ে করেন। মৃত্যুর আগের দিন শায়েস্তা খান শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। কিন্তু তার স্ত্রী সুমি আক্তার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের শহীদুল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন। সুমি আক্তার নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। তিনি আরও জানান, শায়েস্তা খান মৃত্যুর আগের দিন স্ত্রী সুমির ভাড়া বাসায় ওঠেন। আশপাশের লোকজন ও ওই বাড়ির মালিক জানিয়েছেন, ২৩ ডিসেম্বর গভীর রাতে সুমি আক্তার বাড়ির আশপাশের লোকজনকে ডেকে বলেন, তার স্বামী শায়েস্তা খান আত্মহত্যা করেছে।  চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, শায়েস্তা খানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চারজন আদালতে তাদের সাক্ষী দিয়েছেন। আমরা এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ খবর