বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

মুসল্লিদের ময়দানে প্রবেশ শুরু

টঙ্গী বিশ্ব ইজতেমা

আফজাল হোসেন, টঙ্গী

আনুষ্ঠানিকভাবে ইজতেমা আরম্ভ হওয়ার আগেই গতকাল ময়দানে প্রবেশ শুরু করেছেন মুসল্লিরা। চিল্লাধারী মুসল্লিদের ঢল এখন ইজতেমার দিকে। বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ময়দানে অবস্থান করতে দেখা গেছে। একদিকে চলছে ময়দানে সর্বশেষ প্রস্তুতি অন্যদিকে চলছে মুসল্লিদের প্রবেশ। আয়োজক কমিটির ধারণা, গতবারের চেয়ে এবার কয়েক গুণ বেশি মুসল্লি ময়দানে অবস্থান নেবেন। ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। গতকাল সন্ধ্যায় ময়দান পরিদর্শনে এসে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মুসল্লিদের সেবায় সিটি করপোরেশন ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। তা ছাড়া আমি নিজে প্রতিদিন ময়দানে গিয়ে খোঁজখবর রাখছি এবং আগত মুসল্লিরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন সেদিকেও নজর রাখছি। আশা করি সফলভাবেই ইজতেমা সম্পন্ন হবে।’

সর্বশেষ খবর