বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তারল্য সংকট মারাত্মক রূপ নিয়েছে

-ফারুক আহমেদ সিদ্দিকী

তারল্য সংকট মারাত্মক রূপ নিয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, শেয়ারবাজারে এখন সামান্যতম আস্থা নেই বিনিয়োগকারীদের। তারল্য সংকট যে মারাত্মক রূপ নিয়েছে তার প্রভাবে দরপতনের এই পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যাংক খাতের অস্থিরতা রেখে শেয়ারবাজার স্থিতিশীল করা যাবে না। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, শেয়ারবাজার একটি আস্থা ও বিশ্বাসের বাজার। আস্থা না থাকলে বাজারের পরিস্থিতি যা হওয়ার কথা তাই হয়েছে। একেবারে তলানিতে চলে গেছে। বাজারে স্বচ্ছতা থাকবে, সুশাসন থাকবে। কিন্তু গত ১০ বছরে বিনিয়োগকারীরা তার কিছুই পায়নি। সুশাসন নেই, স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই। এভাবে বাজার কতদিন টিকে থাকবে? এভাবে একটি শেয়ারবাজার চলতে পারে না। তিনি বলেন, আমাদের আর্থিক খাতে বিশৃঙ্খলার চরম মূল্য দিতে হচ্ছে শেয়ারবাজারকে। শেয়ারবাজারে পুঁজি প্রয়োজন। তারল্য আসতে হবে ব্যাংক থেকে। কিন্তু দীর্ঘদিন থেকে ব্যাংকের পরিস্থিতি খুবই নাজুক। বেসরকারি ঋণপ্রবাহ যেমন নিম্নমুখী তেমনি খেলাপির পরিমাণও অনেক। ব্যাংকের হাতে টাকা নেই। তাহলে শেয়ারবাজারে কোথা থেকে তারল্য আসবে? তিনি আরও বলেন, ব্যাংক থেকে টাকা আসার সুযোগ সীমিত হওয়ায় বিনিয়োগের ক্ষমতা কমছে। ফলে মানুষ আস্থা পাচ্ছে না।

মানুষ ভাবছে শেয়ারবাজার আরও খারাপের দিকে যাবে। এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে দেখা গেছে, বৃহৎ মূলধনী ভালো কোম্পানির শেয়ার দর কমছে। এটা আস্থাহীনতার খারাপ সিগন্যাল। সমাধান করতে হলে নিয়ন্ত্রক সংস্থাকে একটি সঠিক পদক্ষেপ নিতে হবে। আস্থা সৃষ্টির জন্য কার্যকর পদক্ষেপ লাগবে। শুধু কথা বলে কিছু হবে না।

সর্বশেষ খবর