বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিয়ন্ত্রকদের প্রতি আস্থাহীন বিনিয়োগকারীরা

-আবু আহমেদ

নিয়ন্ত্রকদের প্রতি আস্থাহীন বিনিয়োগকারীরা

শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, বাজার নিয়ন্ত্রকদের প্রতি আস্থা হারিয়েছেন বিনিয়োগকারীরা। গত ১০ বছরের শেয়ারবাজার এতটুকু এগিয়ে নিতে পারেনি সরকার। তারা মনে হয় হাল ছেড়ে দিয়েছেন। ফলে সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন, বাজার স্থিতিশীল হবে না। কর্তৃপক্ষ যদি হাল ছেড়ে ‘নাথিং টু ডু অর্থাৎ কোনো কিছুই না করে ডিমান্ড সাপ্লাই নীতিতে যান সেটা হবে খুবই খারাপ পদক্ষেপ। এতে যেসব বিনিয়োগকারী বাজার ছেড়ে যাবে তাদের ফেরানো কঠিন হবে। সরকারের এখন উচিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ করতে বলা। এখন যে পরিস্থিতি তাতে ব্যাংকগুলো বিনিয়োগ করলে কোনো ঝুঁকি নেই। 

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে দরপতন থামছেই না। একাধিক কর্তৃপক্ষ রয়েছে। তাদের কোনো চিন্তা আছে বলে আমার মনে হয় না। গত ১০ বছরে বাজার যেখানে থাকার কথা ছিল তার কাছাকাছি না হলেও নিচে তো থাকতে পারে না। গত ১০ বছরে এখন বাজার সূচক সবচেয়ে কম ৪২০০ পয়েন্ট। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বহুজাতিক কোম্পানি যাদের শেয়ার দর কমে খুবই কম। গত কয়েক দিন ধরে দেখছি সেসব কোম্পানির শেয়ার দর কমছে। বিনিয়োগকারীদের বড় অংশ এখন মনে করছে বিনিয়োগ ধরে রাখার মানে হচ্ছে আরও লোকসান। তাই তারা শেয়ার বিক্রি করে দিচ্ছে। বিনিয়োগ ধরে রাখার মতো তাদের ক্ষমতা কমে যাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষ আশা করেছিল দায়িত্ববান ব্যক্তিরা শেয়ারবাজার সম্পর্কে ভালো পদক্ষেপ নেবেন। কিন্তু গত এক বছর আমরা দেখলাম শুধু কথা বলছেন।

কথা বললে বাজারে আস্থা ফিরবে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তাদের বাজারে নিয়ে আসা উচিত। ভারত, পাকিস্তানে বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত। এখানে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না। এটা কর্তৃপক্ষের ওপর আস্থাহীনতার কারণে। দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।

সর্বশেষ খবর