বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন

প্রশান্ত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে পৌনে তিনশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন বলে দুদক সূত্রে জানা গেছে। মামলায় বলা হয়, প্রশান্ত কুমার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়। মামলায় বলা হয়, লিপরো ইন্টারন্যাশনাল লিমিটেড ও পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল লিমিটেড ছাড়াও বিভিন্ন কাগুজে কোম্পানিতে প্রশান্ত কুমার হালদারের ১২৩ কোটি ৬৪ লাখ টাকার সম্পত্তি রয়েছে, যা তিনি অবৈধভাবে অর্জন করেছেন। তিনি ময়মনসিংহের ভালুকায় ৫৮৯ শতক জমি কিনেছেন, যার আয়ের উৎস তিনি দেখাতে পারেননি। এ ছাড়া নামে-বেনামে রেপটাইলস ফার্ম, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আজিজ ফেব্রিক্স, আনান কেমিকেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। কয়েকটি ব্যাংক ও লিজিং কোম্পানির শীর্ষস্থানীয় পদে থাকাকালীন প্রশান্ত কুমার হালদার এসব টাকা উপার্জন করেন যার কোনো বৈধ উৎস নেই।

সর্বশেষ খবর