বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

১৬ বছর পর ধরা পড়লেন সঞ্চয়পত্র জালিয়াতকারী

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১৬ বছর পর ধরা পড়েছেন বিভিন্ন ব্যাংকের সঞ্চয়পত্র জালিয়াত চক্রের এক হোতা। তার নাম মোস্তাক ওরফে আবু সাঈদ। তার আসল নাম কী তা নির্ধারণ নিয়েও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ ওই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করতেন। এ পর্যন্ত তিনি নিজের ১০টির বেশি নাম রেখেছেন। মঙ্গলবার রাতে তাকে খুলনার খালিশপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রাজধানীর মালিবাগে সংস্থাটির কার্যালয়ে এ সংক্রান্ত সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সিআইডি সূত্র জানায়, অন্তত ১৬টি ব্যাংকের সঞ্চয়পত্র জালিয়াতিতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত ছিলেন। তার মতো ১৭টি জালিয়াত চক্রের খোঁজ মিলেছে। মোস্তাক এই জালিয়াতি শুরু করেন ২০০৪ সাল থেকে। সেই সময় জাতীয় পরিচয়পত্র অথবা মোবাইলের বায়োমেট্রিক সিস্টেম না থাকার বিষয়টিকে তিনি কাজে লাগান। এখন পর্যন্ত তিনি অন্তত ১০ বার তার পাসপোর্ট পরিবর্তন করেছেন। জালিয়াতির একটি মামলা হওয়ার পর ২০১৬ সাল থেকে তদন্ত শুরু করে সিআইডি। প্রায় পাঁচ বছর দীর্ঘ অনুসন্ধানের পর তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, তিনি একেক ব্যাংকে একেক নাম ব্যবহার করতেন। ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন। নিজের বাড়ি-ঘর থাকার পরও থাকতেন ভাড়া বাসায়। এক বাসায় কখনই দুই মাসের বেশি থাকতেন না। বাসা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মোবাইলফোনের নম্বরও পরিবর্তন করতেন। যখনই নতুন বাসা নিতেন, তখন নতুন নাম ধারণ করে নতুন মোবাইল নম্বর ব্যবহার করা শুরু করতেন। যে কারণে তার অবস্থান শনাক্ত করতে অনেক বেগ পেতে হয়েছে। এভাবেই তিনি একাই জালিয়াতির মাধ্যমে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তবে তার পুরো চক্রের জালিয়াতির পরিমাণ শত কোটি ছাড়িয়ে যাবে।

সর্বশেষ খবর