বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

পুলিশ ফাঁড়ির সামনেই ডিবি পরিচয়ে ৩৯ লাখ টাকা ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীরা ৩৯ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। গতকাল বিকালে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ছিনতাইকারীরা এ সময় টাকা বহনকারী পিকআপ ভ্যানের চালকসহ তিনজনকে পিটিয়ে আহতও করে। তারা হলেন উপজেলার ফ্যাবকোন টেক্সটাইল মিলের মার্কেটিং ম্যানেজার বাবুল মিয়া, কর্মচারী ফারুক মিয়া ও পিকআপ ভ্যান চালক আবুল কাশেম। ম্যানেজার বাবুল মিয়া জানান, ফারুক ও কাশেমকে নিয়ে তিনি দুপুরে ডাচ্-বাংলা ব্যাংক ভুলতা শাখা থেকে ২৫ লাখ ও উত্তরা ব্যাংক ভুলতা শাখা থেকে ১৪ লাখ- মোট ৩৯ লাখ টাকা উত্তোলন করেন। ফ্যাবকোন টেক্সটাইল মিলের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়ার জন্য এ টাকা তোলা হয়েছিল। তিনি জানান, টাকা উত্তোলন করে মিলে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা মাইক্রোবাস পিকআপ গাড়িটিকে থামায়। এরপর ডিবির পোশাক পরা ৮-১০ জন ছিনতাইকারী তাকে, ড্রাইভার কাশেম ও কর্মচারী ফারুককে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা বেঁধে পিকআপ ভ্যানসহ সোনারগাঁর দিকে নিয়ে যায়। গাড়িতে তিনজনকে পিটিয়ে আহত করে তারা দড়িকান্দির একটি আমবাগানে ফেলে যায়। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম জানান, ঘটনাটির তদন্ত এবং টাকা ও পিকআপ উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর