শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গাড়ির চাকায় পিষ্ট মেয়ে, বাবা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

বাবার সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বাসচাপায় পিষ্ট হয়েছে ফারজানা নামে ১০ বছরের এক শিশু। এ ঘটনায় মেয়েটির বাবা মিজানুর রহমানও গুরুতর আহত হয়েছেন। তিনি গাজীপুরে জামেয়া রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ দুর্ঘটনার পর বাসচালক নিজেই থানায় গিয়ে হাজির হন। গতকাল বিকালে রাজধানীর তেজগাঁও থানার সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, দেওয়ান পরিবহনের ওই বাসটি বিশ্বরোড থেকে আজিমপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার              

পরই গাড়িচালক বাস থামিয়ে তেজগাঁও থানায় গিয়ে হাজির হন। ওই চালক হলেন সোহেল রানা। এর আগে মোটরসাইকেল ও বাসটি বিজয় সরণিতে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো ছিল। সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি ও মোটরসাইকেল দ্রুতগতিতে ছোটে। একপর্যায়ে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে বাবা-মেয়ে মাটিতে পড়ে যান। পরে গাড়িটি শিশুর ওপর দিয়ে চলে যায়। সিগন্যাল ছাড়ার পর মোটরসাইকেল চালক সড়কের ডানপাশ ঘেঁষে যাচ্ছিলেন। তার ঠিক পেছনেই ছিল গাড়িটি। মোটরসাইকেল চালক লেন পরিবর্তন করতে গেলে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুজন পড়ে যায়। পরে গাড়ির পেছনের ডান পাশের চাকা শিশুটির মাথা পিষ্ট করে চলে যায়। অল্পের জন্য গাড়ির চাকার নিচ থেকে রক্ষা পান শিশুটির বাবা। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে ঘটনার পরপরই চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর