শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ধানমন্ডির বাড়িতেই ‘টাঁকশাল’, কোটি টাকার জালনোট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পশ্চিম ধানমন্ডিতে একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাব। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়। র‌্যাব জানায়, ঝুঁকি না থাকায় অভিজাত এলাকায় কারখানা স্থাপন করেছিল চক্রটি। বেশ কয়েক বছর ধরে তারা এই এলাকায় জাল টাকা তৈরির কাজ করে আসছিল। বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলী থেকে শাহ আলম নামে এ চক্রের একজনকে আটক করে র‌্যাব-১০। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে ধানমন্ডিতে অভিযান চালানো হয়। সেখানে সাইফুল নামে আরেকজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল  জানান, অন্য একটি মামলায় জেলে আটক থাকাকালে জাল টাকা তৈরির একজনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মাসিক ৫০ হাজার টাকা চুক্তিতে এ ব্যবসা শুরু করে তিনি। ওই বাসা থেকে দেশের বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহ করা হতো। স্ত্রী-সন্তান নিয়ে ২০১৪ সাল থেকে ধানমন্ডির ৭/ই’র ১০ নম্বরে দুই রুমের ভাড়া বাসায় থাকছিলেন সাইফুল। রাত হলেই ওই বাসাতেই তৈরি করতেন কোটি কোটি টাকার জাল নোট। বিভিন্ন জাল টাকার কারবারির সঙ্গে যোগাযোগ হতো রাতেই। এই ভাড়া বাসাতেই আসতেন অন্য জাল টাকা কারবারিরা। গতকাল সকালে তার এই বাসায় তল্লাশি চালিয়ে ওয়্যারড্রব এবং খাটের নিচ থেকে কয়েক কোটি টাকার জাল নোট জব্দ করা হয়। সবই ৫০০ ও ১ হাজার টাকার নোট। এ সময় টাকা তৈরির কাগজ, প্রিন্টার, টোনার, কেমিক্যাল, ডায়াচ জব্দ করা হয়। অভিযান শেষে ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাইয়ুমুজ্জামান খান জানান, বৃহস্পতিবার রাতে কদমতলী থেকে শাহ আলমকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় এক লাখ ৯০ হাজার টাকার জাল নোট। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম ধানমন্ডির সাইফুলের বাসায় অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার জাল নোট জব্দ করা হয়।

সর্বশেষ খবর