রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
মুন্সীগঞ্জে নৌ-দুর্ঘটনা

নিখোঁজের পাঁচ দিন পর প্রকৌশলী লিখনের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর  মোহনায় নৌ-দুর্ঘটনায় নিখোঁজের পাঁচ দিন পর প্রকৌশলী লিখন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার চর সন্তুসপুর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সিরাজদিখান উপজেলার  পুরান ভাসানচর এলাকার ধলেশ্বরী নদী থেকে প্রকৌশলী মেহেদী হাসান জিসানের মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ দুজনেরই মৃতদেহ উদ্ধার করা হলো। প্রকৌশলী লিখন সরকার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বেতেঙ্গা এলাকার রণজিৎ সরকারের ছেলে। তার মৃতদেহ ময়নাতদন্ত শেষে ভাই লিঠু সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর প্রকৌশলী জিসান রাজশাহী নগরীর গোরহাঙ্গার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তার মৃতদেহও তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রকৌশলী লিখন সরকার ও মেহেদী হাসান জিসান ঢাকার আশুলিয়ায় ‘বাংলা ক্যাট’ নামের একটি বেসরকারি  কোম্পানিতে চাকরি করতেন। গত সোমবার বক্তাবলী এলাকায় কাজ শেষে ট্রলারে বুড়িগঙ্গা নদী পার হচ্ছিলেন তারা। এক পর্যায়ে  ট্রলারটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে লিখন সরকার ও জিসান নদীতে পড়ে যান। এরপর থেকে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তাদের উদ্ধারে শুরু হয় তল্লাশি। মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন গাজী জানান, শনিবার বিকালে উপজেলার চর সন্তুসপুর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনরা তার মৃতদেহটি শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে ভাই লিঠু সরকারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর