রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাড়ির পাশেই মিলল শিশুর বস্তাবন্দী লাশ

সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুরে অপহরণের চার দিন পর অপহরণকারীদের চাহিদামাফিক মুক্তিপণ বাবদ ৮০ হাজার টাকা না দেওয়ায় প্রথম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রকে নৃশংসভাবে হত্যা করে বস্তাবন্দী লাশ বাড়ির পাশে ফেলে রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার চারাগাঁও সীমান্তের বাঁশতলা গ্রামের এক প্রতিবেশীর বাড়ির পেছন থেকে তোফাজ্জল নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ঘাতকরা শিশুটির একটি চোখ  উপড়ে ফেলে এবং একটি পা ভেঙে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে নৃশংসভাবে হত্যা করেছে বলে জানায় পুলিশ। নিহত তোফাজ্জল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাঁশতলা গ্রামের জুবায়েল হোসেনের ছেলে। সে বাঁশতলা দারুল হেদায়েত মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী কালা মিয়া ও তার ছেলে সেজাউল কবিরকে আটক করেছে পুলিশ। পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা গ্রামের জুবায়েল হোসেনের প্রথম শ্রেণিতে পড়–য়া সাত বছর বয়সী শিশু তোফাজ্জল হোসেন গত বুধবার বিকালে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর না পেয়ে তাকে অপহরণ করা হয়েছে সন্দেহে পর দিন থানায় লিখিত অভিযোগ করা হয়। পরবর্তীতে তাকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে পিতার বসতঘরের বারান্দায় শিশুটির এক জোড়া জুতাসহ একটি চিঠি ফেলে রেখে যায় কে বা কারা। চিঠিতে লেখা ছিল, শুক্রবার রাতে শিশুটির পিতার গোয়াল ঘরে ৮০ হাজার টাকা রাখলে রাতের মধ্যে শিশুটিকে তারা অক্ষত অবস্থায় ফেরত দেবে। বিষয়টি থানা পুলিশ বা অন্য কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলা হবে। এদিকে, নিখোঁজের চার দিন পর শনিবার ভোররাতে বাঁশতলার এক প্রতিবেশীর বাড়ির পেছনে গ্রামবাসী একটি সিমেন্টের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেখে বস্তাবন্দী অবস্থায় শিশু তোফাজ্জলের লাশ রয়েছে। স্থানীয় টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান। মামলা-মোকদ্দমা ও পারিবারিক বিরোধের জের ধরে শিশু তোফাজ্জলকে অপহরণের পর হত্যা করা হয়েছে এমন সন্দেহে উপজেলার বাঁশতলা গ্রামের কালা মিয়া ও তার ছেলে সেজাউল কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ভোরে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সন্দেহেভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাদবাদ করা হচ্ছে। আশা করছি হত্যারহস্য শিগগিরই উদঘাটন করতে পারব। লাশ উদ্ধারের পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ খবর