রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ওমানের নতুন সুলতান হাইথাম

সুলতান কাবুসের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ওমানের নতুন সুলতান হাইথাম

সুলতান কাবুস - নতুন সুলতান

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ মারা গেছেন। তিনি আরব বিশ্বের শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দেশ শাসন করেছেন। নতুন সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাইথাম বিন তারিক আল সাইদ। সুলতান কাবুস  এক উইলে তাকে উত্তরসূরি করে গেছেন। ওমানের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে,  কাবুস বিন সাইদ আল সাইদ গত শুক্রবার সন্ধ্যায় মারা যান। গতকাল রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজপ্রাসাদ গভীর দুঃখ ও কষ্টের সঙ্গে মাননীয় সুলতান কাবুস বিন সাইদকে স্মরণ করছে, যিনি শুক্রবার আমাদের ছেড়ে গেছেন।’ ৭৯ বছর বয়সী কাবুস গত মাসেই বেলজিয়ামে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। ওমানের সুলতান কাবুস সাইদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক শোক বার্তায় সুলতানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অনুরূপ শোক বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নতুন সুলতান হাইথাম : ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছেন হাইথাম বিন তারিক আল সাইদ। তিনি সদ্যপ্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। এর আগে তিনি দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সুলতান কাবুস মারা যাওয়ার পর উত্তরসূরি হিসেবে হাইথাম বিন তারিক আল সাইদ সুলতান হলেন।

সর্বশেষ খবর