abcdefg
last-page || Bangladesh Pratidin

শিরোনাম
ছাত্র খুনে দাদা চাচা আটক ছাত্র খুনে দাদা চাচা আটক

তাহিরপুরে মাদ্রাসায় পড়ুয়া সাত বছর বয়সী শিশু তোফাজ্জলকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তার দাদা, চাচা, ফুফুসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেনÑ উপজেলার বাঁশতলা গ্রামের নিহত শিশু তোফাজ্জলের দাদা জয়নাল, চাচা ইকবাল হোসেন, ফুফু শেফালী বেগম, ফুফু শিউলী বেগম, প্রতিবেশী হবি রহমান, তার স্ত্রী খইরুন নেছা ও রাসেল। এর আগে সকালে নিহত তোফাজ্জলের পরিবারের সঙ্গে পূর্ব বিরোধ ও মামলা-মোকদ্দমার জের থাকায় এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রামের কালা মিয়া ও তার ছেলে সেজাউল কবিরকে আটক করা হয়। আটক সেজাউল কবির শিশু তোফাজ্জলের ফুফু শিউলি বেগমের স্বামী। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, শিশু তোফাজ্জল হত্যার ঘটনায় মোট নয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি দ্রুতই প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে পারব।

সর্বশেষ খবর