সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আতঙ্কে রপ্তানিকারকরা

♦ ইউরোপ-যুক্তরাষ্ট্রে রপ্তানি হুমকির মুখে পড়বে, হোঁচট খাবে রেমিট্যান্স ♦ সোনার দাম বিগত সাত বছরের মধ্যে সর্বোচ্চ, তেলের দামও বাড়ছে

রুহুল আমিন রাসেল

একদিকে বাণিজ্যযুদ্ধে ট্রাম্পের শান্তির আভাস, অন্যদিকে ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা। এ যুদ্ধ আতঙ্কে আছেন দেশের রপ্তানিকারকরা। তাদের আশঙ্কা, যুদ্ধ বাঁধলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হুমকির মুখে পড়বে। মধ্যপ্রাচ্য থেকে আসা রেমিটেন্সে হোঁচট খাবে বাংলাদেশ। ইতিমধ্যে সোনার দাম বিগত সাত বছরের মধ্যে এখন সর্বোচ্চ। তেলের দামও বেড়েছে। ব্যবসায়ীদের মতে, বিশ্ব রাজনীতিতে অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধের গর্জন শোনা যাচ্ছে, তাতে আমেরিকার বাজারে বাংলাদেশি পোশাকপণ্যের রপ্তানি কমে যেতে পারে। যদি যুদ্ধ লেগেই যায়, তাহলে নতুন সংকট যোগ হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা হবে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। এমন পরিস্থিতিতে ক্রেতারা যেসব দেশ কাছে অথবা লিড টাইম কম, সেসব দেশ থেকে পণ্য কিনবে। কেননা যুদ্ধ বেঁধে গেলে পণ্য পৌঁছাতে দেরি হবে, এমন ঝুঁকি নেবে না তারা। সে বিবেচনায় আমেরিকার অনেক অর্ডার বাংলাদেশে না এসে অন্য দেশে চলে যেতে পারে। এ প্রসঙ্গে শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুদ্ধ বাঁধলে বাংলাদেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা ও রপ্তানি বাজার হুমকিতে পড়বে। তেলের দাম বাড়লে শিল্পের উৎপাদন খরচ কয়েক দফায় বাড়বে, যার প্রভাব পড়বে পণ্যমূল্যেও। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সহসভাপতি শহিদুল আজিম বলেন, ‘তুরস্কে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করছে বাংলাদেশ। আবার তুরস্ক হয়ে অন্য দেশগুলোতেও বাংলাদেশি পণ্য রপ্তানি হয়। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা চূড়ান্ত যুদ্ধে পরিণত হলে কার্গো জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সে ক্ষেত্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে।’ বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের চারদিকে ছড়িয়ে পড়বে। এ যুদ্ধে বড় পরাশক্তিগুলো কেউ ইরানের পক্ষে, কেউ যুক্তরাষ্ট্রের পক্ষে থাকতে পারে। এতে আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।’

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সহসভাপতি দিলীপ কুমার আগারওয়ালা বলেন, যুদ্ধ হলে বড় প্রভাব পড়বে বাংলাদেশে। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী শ্রমিকদের আয় কমে গেলে রেমিটেন্সে প্রভাব পড়বে। যুদ্ধের দামামায় ইতিমধ্যে সোনা ও তেলের দাম বাড়ছে। তেলের সঙ্গে উৎপাদন জড়িত। ফলে তেলের দাম বাড়লে পণ্যমূল্যও বাড়বে। সোনার বাজারে অস্থিরতা চলছে। বর্তমানে সোনার দাম গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বলেও জানিয়েছেন জুয়েলারি সমিতির এ সাধারণ সম্পাদক। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘মধ্যপ্রাচের পাশেই ইউরোপ। ফলে যুদ্ধ বাঁধলে বাংলাদেশই বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপে বাংলাদেশি পণ্যের অর্ডার কমে যাবে। তেলের দাম বেড়ে বাজার খারাপ পর্যায়ে চলে যাবে।’

এদিকে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে শান্তির আভাস দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন টানটান উত্তেজনার আবহেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সবকিছু ঠিক থাকলে চীন ও যুক্তরাষ্ট্র প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি সই করতে যাচ্ছে ১৫ জানুয়ারি। চুক্তির পর বেইজিং সফরেরও ঘোষণা দিয়ে রেখেছেন ট্রাম্প। তবে চীনকে শান্ত রেখে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ শুক্রবার জারি করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভ মিউচিন বলেছেন, ইরানের বিভিন্ন শিল্প নতুন নিষেধাজ্ঞার কবলে পড়বে। এর মধ্যে আছে নির্মাণশিল্প, শিল্প উৎপাদন, বস্ত্র, খনি, ইস্পাত ও লোহা শিল্প।

সংশ্লিষ্টদের মতে, রপ্তানি আয়ে নতুন খাঁড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা। চার মাস পর ডিসেম্বরে পণ্য রপ্তানিতে বাংলাদেশ সামান্য প্রবৃদ্ধির দেখা পেলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ভয় ধরাচ্ছে ব্যবসায়ীদের মনে। তারা মনে করছেন, মার্কিন হামলায় ইরানের সামরিক কমান্ডার নিহতের ঘটনায় যে উত্তেজনা শুরু হয়েছে, তাতে পণ্য রপ্তানিতে নতুন সংকট দেখা দিতে পারে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য বলছে, চলতি ২০১৯-২০২০ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর এই প্রথম ছয় মাসে রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ কমেছে। তবে সর্বশেষ ডিসেম্বর মাসে ৩ শতাংশের মতো বেড়েছে। চলতি অর্থবছর সুখবর দিয়ে শুরু হলেও দ্বিতীয় মাস আগস্টে এসেই ধাক্কা খায় রপ্তানি আয়। এর পর টানা চার মাস রপ্তানি আয়ে অব্যাহত পতন নামে। ইপিবির তথ্য বলছে, চলতি ২০১৯-২০ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে ১ হাজার ৯৩০ কোটি ২২ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ২১২ কোটি ৭০ লাখ ডলার। প্রথম ছয় মাসে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ কম আয় হয়েছে।

সর্বশেষ খবর