সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকার রাস্তা বারবার ভাঙা-গড়ার দুর্নীতি জানতে চায় হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ঢাকার একই রাস্তা বারবার ভাঙা-গড়ার পেছনে দুর্নীতি রয়েছে কি-না, এমন প্রশ্ন করেছে হাই কোর্ট। আদালত বলেছে, ফুটপাথ ভালো থাকলেও সেগুলো কেন ভাঙা হয়। এসবের ফলে মানুষ ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছে। গতকাল রাজধানীর বায়ুদূষণ সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশ্যে এমন প্রশ্ন রাখেন। বায়ুদূষণ ঠেকাতে বিশ্বব্যাংকের দেওয়া ৩০০ কোটি টাকার ঋণ কীভাবে

খরচ করা হয়েছে আদালত তাও জানতে চেয়েছে। একই সঙ্গে ব্যাটারি ভেঙে ও টায়ার পুড়িয়ে পরিবেশের জন্য ক্ষতিকর তেল তৈরি করে এমন কতগুলো প্রতিষ্ঠান রয়েছে, সে বিষয়েও প্রতিবেদন দিতে বলেছে আদালত। এর আগে বায়ুদূষণ রোধে হাই কোর্টের নির্দেশে গঠিত ১৬ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ঠিক করেছে আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে তৌফিক ইনাম টিপু শুনানি করেন। শুনানিতে মনজিল মোরসেদ বায়ুদূষণ রোধে সাত দফা প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, সিটি করপোরেশন থেকে প্রতিদিন দুই বেলা পানি ছিটানোর কথা বলা হলেও, এটা শুধু শহরের মাঝামাঝিতেই হচ্ছে। বিশেষ করে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, বছিলাসহ আশপাশের এলাকায় দিনে এক বেলাও পানি ছিটানো হয় না। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনের ভিত্তিতে হাই কোর্ট গত বছর ২৬ নভেম্বর এক আদেশে পরিবেশ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। কমিটিতে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসা, ডেসকোসহ সব পরিষেবা দানকারী প্রতিষ্ঠানের একজন করে প্রতিনিধি, প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞ রাখতে বলা হয়। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পর সরকার একটি কমিটি গঠন করে। এই কমিটি এরই মধ্যে বৈঠক করে ১৩ দফা সুপারিশমালা তৈরি করে তা আদালতে দাখিল করার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয়।

সর্বশেষ খবর