সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শীতের সঙ্গে থাকবে ঘন কুয়াশাও

নিজস্ব প্রতিবেদক

শীতের অনুভূতির সঙ্গে থাকবে ঘন কুয়াশাও। দেশের অধিকাংশ স্থানেই দেখা মেলেনি সূর্যের। তিন দিন পরে শীত কিছুটা কমতে পারে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কোথাও কোথাও বিকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তিন দিন পরে শীত কিছুটা কমতে পারে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পৌষের শেষে জেঁকে বসেছে শীত। রাজধানীতে গতকাল দেখা মেলেনি সূর্যের। সকালের ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে পড়েন কর্মজীবীরা। শীতের ছুটি শেষে অধিকাংশ স্কুলেই শুরু হয়েছে ক্লাস। তাই শীতের সকালে স্কুল ধরতে কষ্ট পোহাতে হচ্ছে শিশুদেরও। সকাল থেকে প্রায় ১০টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের।

সর্বশেষ খবর