বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় আজ আমবয়ান

টঙ্গী প্রতিনিধি

ঢাকার সন্নিকটে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদের তীরে মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের বয়ান শুরু হবে আজ বাদ আসর। তবে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় পর্ব।

প্রথম পর্বে সমবেত মুসল্লিদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা এবং সড়ক ও জনপথের ড্রেন ভেঙে ময়দানে উপচে পড়া পানি শুকিয়ে গেছে। গাজীপুর সিটি করপোরেশন ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছে ও চারপাশে ব্লিচিং পাউডার ছিটাচ্ছে।

এদিকে ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে তাবলিগ অনুসারীরা ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন। আবার অনেকেই ময়দানে প্রবেশ করেছেন। দ্বিতীয় পর্বেও ৬৪ জেলার মুসল্লিরা ৮৫ খিত্তায় অবস্থান নেবেন। ১৯ জানুয়ারি দুপুরে অর্থাৎ জোহরের নামাজের আগে কোনো একসময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা এবারের ইজতেমার সমাপ্তি ঘটবে। গতকাল বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামাতবদ্ধ মুসল্লি রিয়াজ উদ্দিন বলেন, ‘জায়গা পাই কিনা এজন্য আগেই ময়দানে এসে উপস্থিত হয়েছি।’

সর্বশেষ খবর