বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

অবরোধে বিরক্ত হয়ে অস্ত্র নিয়ে হুমকি ব্যবসায়ীকে মারধর

নিজস্ব প্রতিবেদক

অবরোধে বিরক্ত হয়ে অস্ত্র নিয়ে হুমকি ব্যবসায়ীকে মারধর

সরস্বতী পূজার দিন সিটি করপোরেশন নির্বাচনের তারিখ না রাখার দাবিতে শাহবাগ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের পিস্তল দেখিয়ে মারধরের শিকার হয়েছেন এক ব্যবসায়ী। তার নাম আলিফ রুশদি হাসান। গতকাল দুপুরে এ ঘটনায় পুলিশ ওই ব্যবসায়ীর লাইসেন্সকৃত পিস্তল জব্দ করেছে। তবে বিকালে মুচলেকার মাধ্যমে পুলিশ ছেড়ে দেয় আটক রুশদি হাসানকে। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যবসায়ী রুশদির সঙ্গে শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রুশদি নিজের সঙ্গে রাখা পিস্তল বের করে শিক্ষার্থীদের দিকে তাক করায় তোপের মুখে পড়েন। এ সময় শিক্ষার্থীরা তাকে মারধর করে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, অবরোধের সময় ওই ব্যক্তি গাড়ি নিয়ে চলে যেতে চাইছিলেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে বাধা দেন। এ সময় তিনি গাড়ি থেকে নেমে পকেট থেকে পিস্তল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র কপিল দেব বর্মণের বুকে তাক করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তাকে মারধর করেন। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হেলমেট পরিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আলিফ গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের কাছে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আলিফ উত্তেজিত হয়ে তার কাছে থাকা লাইসেন্সকৃত পিস্তল বের করে গুলি করতে উদ্যত হন। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তাকে গণপিটুনি দেয়। পুলিশ আলিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় নিয়ে আসে। পরে বিকাল ৪টার দিকে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার লাইসেন্সকৃত পিস্তল ও ৭ রাউন্ড গুলি এবং লাইসেন্সকৃত আরেকটি শটগান জব্দ করেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, ইতালি প্রবাসী আলিফের বাবার নাম মোসলেহ উদ্দীন। বাড়ি কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ৬৯/ও নম্বরে। আলিফ মতিঝিলে গোল্ড অ্যান্ড ট্রাভেলস নামে জনশক্তি রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

সর্বশেষ খবর