বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শীতে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৬০ হাজার, মৃত ২০

নিজস্ব প্রতিবেদক

ঠান্ডা বাড়ায় শীতজনিত রোগে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত বছরের নভেম্বর থেকে গতকাল পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে (এআরআই) আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৮৪ জন। এর মধ্যে মারা গেছেন ২০ জন। এ ছাড়া ডায়রিয়া এবং শীতজনিত রোগেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, দুই মাস চার দিনেই সারা দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৫৭৪ জন। মারা গেছেন চারজন। শীতজনিত অন্যান্য অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৭১ হাজার ১৫০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০ জন। কন্ট্রোল রুম সূত্রে আরও জানা যায়, নভেম্বরে এআরআইতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৩৭ জন, ডিসেম্বরে ২২ হাজার ৪৫৯ জন, গতকাল পর্যন্ত ১১ হাজার ৬৮৮ জন। নভেম্বরে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ২৪২ জন, ডিসেম্বরে ৫৩ হাজার ৬২০ জন, গতকাল পর্যন্ত ২৬ হাজার ৭১২ জন। শীতজনিত অসুস্থতায় নভেম্বরে ৫৬ হাজার ৫৭২ জন, ডিসেম্বরে ৭৬ হাজার ১৫ জন এবং গতকাল পর্যন্ত ৩৮ হাজার ৫৬৩ জন আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, শিশু এবং বয়স্করা বেশি শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। শীত এবং ধুলায় বাড়ছে ব্রংকাইটিস, অ্যাজমা ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা। রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। গরম পানি পান এবং ব্যবহার করতে হবে। অসুস্থবোধ করলে চিকিৎসকের নির্দেশনায় ওষুধ সেবন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তির হওয়ার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ খবর