শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বনশ্রী থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রী থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল হককে (৬০) খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে বনশ্রী জে ব্লকের বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো খবর পায়নি পরিবার। এই ঘটনায় গতকাল খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শহিদুল হকের স্ত্রী ফাতেমা খাতুন।

তিনি জিডিতে উল্লেখ করেছেন, ১৪ জানুয়ারি বেলা ১টা ১৫ মিনিটে জে ব্লকের বাসা থেকে বের হয়ে পূবালী ব্যাংকের বনশ্রী শাখায় যান শহিদুল। ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলনের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। শহিদুল হক তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাসায় রেখে গিয়েছিলেন। যে কারণে কোনো ধরনের যোগাযোগ করাও সম্ভব হয়নি। খিলগাঁও থানার এসআই খোরশেদ আলম জানান, শহিদুল হকের বাসাটি আমাদের এলাকার মধ্যে পড়েছে। জিডির তদন্ত করা হচ্ছে। রামপুরা থানার এসআই হুমায়ুন কবির জানান, ব্যাংকটি আমাদের এলাকার মধ্যে পড়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে দিয়েছি।

সর্বশেষ খবর