রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকা সিটির যত সমস্যা

সমস্যার শেষ নেই ঢাকা সিটি করপোরেশনে। ৫৪ সেবা সংস্থার সমন্বয়হীনতা, করপোরেশনের পর্যাপ্ত ক্ষমতার অভাব, বরাদ্দ নিয়ে নানারকম সংকট, উন্নয়ন পরিকল্পনার অভাবসহ ঘাটে ঘাটে সমস্যার পাহাড় মোকাবিলা করতে হচ্ছে নগরবাসীকে। এমনকি সিটির নিজস্ব ক্ষমতায় ময়লা আবর্জনা পরিষ্কার, মশা নিয়ন্ত্রণ, আলোর ব্যবস্থা, ফুটপাথ ঠিক রাখা, সড়ক উন্নয়ন নিয়েও ভোগান্তির শেষ নেই। জানা গেছে, সিটি ভোটে নগরের এসব সমস্যা সমাধানে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নতুন করে আশ্বাস দিচ্ছেন। কিন্তু ভোটের পর কী হবে সে প্রশ্নও উত্থাপন হচ্ছে। নগর বিশেষজ্ঞদের সঙ্গে সিটির সংকটগুলো নিয়ে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক জয়শ্রী ভাদুড়ী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর