রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক ছাতার নিচে চাই সব সেবা

মোবাশ্বের হোসেন

এক ছাতার নিচে চাই সব সেবা

নগরবিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, ৫৪ সেবা সংস্থার কাছে সেবা পেতে গিয়ে ঢাকাবাসীকে বিড়ম্বনায় পড়তে হয়। এক রাস্তা একাধিকবার খোঁড়ায় জনদুর্ভোগের সঙ্গে বাড়ে অর্থের অপচয়। তাই রাজধানীবাসীর সেবা নিশ্চিত করতে সব সেবা সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে। এজন্য নগর সরকারের বিকল্প নেই।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেয়র প্রার্থীরা নির্বাচনে জয়ের জন্য ভোটারদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু এ প্রতিশ্রুতির খুব কমই তারা তাদের ক্ষমতাবলে পূরণ করতে পারবেন। কারণ শহর ঝাড়ু দেওয়া ছাড়া তাদের আর কোনো ক্ষমতা নেই। জনগণের প্রয়োজনে কিছু করতে গেলে তাদের সেবা সংস্থাগুলোর মুখাপেক্ষী হতে হয়। কাউন্সিলরদের অবস্থা তো আরও করুণ। এলাকাবাসীর জমির বাটোয়ারা কিংবা মৃত্যু সনদ তোলা ছাড়া কাউন্সিলরের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন পড়ে না নগরবাসীর। অথচ জনগণের প্রত্যক্ষ ভোটে এই জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। নগর সরকার বিদ্যমান থাকলে এ পরিস্থিতি তৈরি হতো না। নগর সরকার গড়ার আইন আছে। কিন্তু এ নিয়ে উচ্চ মহলের কোনো ভ্রূক্ষেপ নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর