রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনার অভাব

ইকবাল হাবিব

এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনার অভাব

নগরবিদ স্থপতি ইকবাল হাবিব বলেছেন, মেয়র প্রার্থীরা ভোটের মাঠে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু উন্নয়ন হতে হবে জনমত জরিপের অগ্রাধিকারের ভিত্তিতে। এলাকাভিত্তিক সময়নির্ভর পরিকল্পনার অভাবে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ক্যাটাগরি ভিত্তিতে স্থায়ী কমিটি প্রণয়ন করে সমস্যা সমাধান করতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক নির্বাচনের সময় জলজটকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন। পরে জনমত জরিপে দেখা যায় মশা প্রধান জনসমস্যা হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে। তখন মেয়রকে সে অনুযায়ী উদ্যোগ নিতে হয়েছিল। সব এলাকার সমস্যা এ রকম নয়, সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গুলশান ও মিরপুর সাংবাদিক কলোনি দুই জায়গা উত্তর সিটি করপোরেশনের ভিতরে। কিন্তু এ দুই এলাকার সমস্যা ভিন্ন। কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়িয়ে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনে ১৪টি স্থায়ী কমিটি রয়েছে। কিন্তু এখন বাসাবাড়িতে নির্মাণসামগ্রী, বিদ্যুৎ, গ্যাস সংযোগসহ বিভিন্ন রকম কমপ্লায়েন্স রয়েছে। এগুলো মনিটরিংয়ের জন্য একটি স্থায়ী কমিটি জরুরি। এ ছাড়া খেলার মাঠ, পরিবেশ বিষয়ে স্থায়ী কমিটি প্রয়োজন রয়েছে। এসব কমিটিতে কাউন্সিলরদের সঙ্গে এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষকেও রাখতে হবে।

সর্বশেষ খবর