রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে শিশু ধর্ষণের পৃথক ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে শিশু ধর্ষণের পৃথক ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৫৩ বছর বয়সী এক ব্যক্তি এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থীও আছে।

পুরান ঢাকার বংশালে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায় ১২ বছরের আরেক শিশুর বিরুদ্ধে। শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে শিশুটিকে গ্রেফতার করা হয়। সে চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। ধর্ষণের ঘটনাটি ঘটে গত বুধবার। পর দিন ভুক্তভোগী শিশুর স্বজনরা বংশাল থানায় অভিযোগ করেন। ওই দিনই ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। গতকাল বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। ধর্ষণে অভিযুক্ত শিশুটি পড়ে চতুর্থ শ্রেণিতে। এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। ঢামেক সূত্র জানায়, বুধবার বিকালে শিশুটির মা ও বাবা দুজনই কাজের জন্য বাসার বাইরে ছিলেন। বাসায় শিশুটি একাই ছিল। এ সুযোগে তাদের ভাড়াবাসার মালিকের নাতি শিশুটিকে ধর্ষণ করে। রাতে বাসায় ফিরে শিশুটির মা ঘটনাটি জানতে পারেন। পরে তিনি ওই বিষয়ে বাসার মালিকের কাছে অভিযোগ দিতে গেলে উল্টো তাকে হুমকি-ধমকি দেন। এমনকি পুলিশের কাছে যেতেও নিষেধ করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালেও নিতে দেননি বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পর দিন বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেন স্বজনরা। এদিকে রাজধানীর শাহজাহানপুরে শুক্রবার রাতে ৬ বছরের আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ৫৩ বছর বয়সী পাশের বাসার দারোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ওই শিশুকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। বাসায় কেউ না থাকায় পাশের বাসার দারোয়ান মজিবর (৫৩) ওই বাসার গ্যারেজে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে বলে পুলিশের কাছে স্বজনরা অভিযোগ করেছেন।

সর্বশেষ খবর