রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

হাত-পা বেঁধে গৃহকর্মীকে খুন্তির ছ্যাঁকা ঢামেক সেবিকার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে এক শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের দিলারা নামে এক নার্সের (সেবিকা) বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই গৃহকর্মীর নাম মালা (১০)। গত ১০ জানুয়ারি হাত-পা বেঁধে তাকে খুন্তির ছ্যাঁকা দেন গৃহকর্ত্রী। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে এখন তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার সকালে ওই বাসা থেকে পালিয়ে আসে মালা। পরে দনিয়া ক্লাব এলাকায় সে তার এক চাচার বাসায় গিয়ে ওঠে। খুন্তির ছ্যাঁকায় মালার এমনভাবে ক্ষত তৈরি হয় যে, সে তার পরনের জামা-কাপড় খুলে স্বজনদের দেখাতে পারছিল না। গায়ের সঙ্গে পরনের পায়জামা আটকে যাচ্ছিল। পরে স্বজনরা যাত্রাবাড়ী থানায় বিষয়টি জানালে বিকালেই পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। এরপর রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। ঢামেকে শিশুটি বলছিল, ‘কাকি আমারে মুরগির জন্য পুড়ায় দেছে। মুরগি বারান্দায় ছিল। বারান্দা থেকে মুরগি হারায় গেছে আর দোষ পড়ছে আমার। সবাইরে কইছে, আমি মাইরা ফালায় দিছি। এরপর কাকি আমারে মারছে। হাত বাইন্দা, মুখে টেপ মাইরা তারপর খুন্তি গরম কইরা গায়ে ছ্যাঁক দেছে। ছ্যাঁক দিয়ে আবার মরিচ লাগাই দেছে। যহন রক্ত বাইর হইছে তহন সবাইরে কইতে কইছে, ফোড়া হইছে। তা না অইলে আবার ছ্যাঁকা দেবে।’ স্বজনরা জানান, পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরা গ্রামের জেলে রমিজ মিয়া ও গৃহিণী কল্পনা আক্তারের মেয়ে মালা। দুই হাজার টাকা বেতনে দুই বছর আগে যাত্রাবাড়ী কুতুবখালী বড় মাদ্রাসা ডাক্তার বাড়ির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। বাসাটিতে দিলারা আর তার স্বামী রাজিব থাকতেন। দিলারার ছোট দুই ছেলে রয়েছে। তাদেরই দেখাশোনা করত মালা। গৃহকর্তা রাজিব মাছের আড়তে ব্যবসা করেন। জানা গেছে, গত ১০ জানুয়ারি রাতে যখন রাজিব বাসার বাইরে, বাচ্চারা রুমে টিভি দেখছে, দিলারা তখন পাশের আরেকটি রুমে নিয়ে যান মালাকে। এরপর রশি দিয়ে তার দুই হাত পেছনে শক্ত করে বাঁধে, আর হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত স্কচটেপ দিয়ে তার মুখ আটকে দেয়, যাতে সে চিৎকার করতে না পারে। এরপর রান্নাঘর থেকে রুটি ভাজার খুন্তি গরম করে এনে তার পিঠে ও পায়ের সামনের রানে ছ্যাঁকা দেন। এতেও ক্ষান্ত হননি দিলারা। দগ্ধ ঘায়ে ঘষে দেন মরিচ। দিলার এ ঘটনার কথা কাউকে জানাতে নিষেধ করেন মালাকে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শিশুটির খালা সুমা বাদী হয়ে একটি মামলা করার পর ওই নার্সের স্বামী রাজিবকে আটক করা হয়েছে। দিলারাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর