শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চবি ছাত্রলীগের অবরোধে শাটল ট্রেন বন্ধ, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মুখে গতকাল শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। পরে এক ঘোষণায় তিন দিনের জন্য অবরোধ শিথিল করেছে ছাত্রলীগের একাংশ। বিকালে ক্যাম্পাসে প্রক্টর কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিজয় গ্রুপের কর্মী ফারদিন রায়হান বলেন, ‘প্রক্টর স্যার আমাদের দাবিগুলো মেনে নেবেন, এ আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের অবরোধ রবিবার পর্যন্ত শিথিল করেছি।’ তাদের দাবিগুলো হলো- সোহরাওয়ার্দী হলে ঢুকে বিজয় গ্রুপের কর্মীদের ওপর হামলার ‘নির্দেশদাতা’ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি  রেজাউল হক রুবেলসহ হামলাকারীদের গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, ছাত্রলীগের সভাপতিকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য প্রশাসনের উদ্যোগ গ্রহণ, বিজয় গ্রুপের আট কর্মীর নিঃশর্ত মুক্তি দেওয়া, আহতদের চিকিৎসা ও সার্বিক সহয়তা দেওয়া। উল্লেখ্য, গতকাল রাতে ক্যাম্পাসে অবরোধের ডাক দেয় বিজয় গ্রুপের কর্মীরা। তবে ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কারণে আগেই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউশনের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এদিকে গতকাল সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষক বাস এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল স্বাভাবিক ছিল। তবে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলেনি। ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার শাটল ট্রেন বটতলী স্টেশন থেকে ছেড়ে আসলেও রেওলয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে ষোলশহর স্টেশন থেকে ফিরে যায়।

 

সর্বশেষ খবর