শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেশে কড়া নজরদারিতে এনকভ ভাইরাস

জোরদার করা হয়েছে স্ক্রিনিং

নিজস্ব প্রতিবেদক

চীন থেকে বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাস ‘এনকভ’ বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত চীন থেকে আসা দুজন রোগীর নমুনা পরীক্ষা করা হলেও তাদের মধ্যে এ ভাইরাস পাওয়া যায়নি। দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর, বেনাপোল স্থলবন্দর ও মোংলা সমুদ্রবন্দরে রোগী শনাক্তে জোরদার করা হয়েছে নজরদারি ও স্ক্রিনিং। গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডিজিজ কন্ট্রোলরুম (সিডিসি) আয়োজিত ‘২০১৯ এনকভ ভাইরাস আউটব্রেক’ সম্পর্কে অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলনে সিডিসি পরিচালক অধ্যাপক  ডা. সানিয়া তহমিনা এ তথ্য জানান। এই ক’দিনে চীন থেকে আসা ৯০০ যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং করা হলেও এ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। যে দুজনকে সন্দেহ হওয়ায় পরীক্ষা করা হয়েছে, তারা ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে আক্রান্ত। চীনের উহান শহরের একটি মাছের বাজার থেকে এ ভাইরাসটি ছড়িয়েছে। নিউমোনিয়া-সদৃশ এ ভাইরাসটি নতুন এক ধরনের করোনা ভাইরাস। নোবেল করোনা ভাইরাস, উহান করোনা ভাইরাস, উহান ফ্লু, উহান সি ফুড মার্কেট নিউমোনিয়া ভাইরাস ও উহান নিউমোনিয়া নামে বিশ্বব্যাপী পরিচিত হয়েছে ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বলছে ২০১৯-এনকভ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরো বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও পর্যটকদের নিয়মিত যাতায়াত থাকায় নোবেল করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের সার্বিক প্রস্তুতি রয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই।’ তিনি জানান, দেশে কোনো রোগী পাওয়া গেলে তাদের আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করতে সরকারি কুর্মিটোলা হাসপাতালে পৃথক ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য রি-এজেন্টও আছে। ২৪ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষার ফল পাওয়া যাবে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর