শিরোনাম
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্যক্তিগত রাজনীতি চর্চা বন্ধ করতে হবে

-হারুনুর রশীদ, সভাপতি, খুলনা জেলা আওয়ামী লীগ

ব্যক্তিগত রাজনীতি চর্চা বন্ধ করতে হবে

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেছেন, আগামী মার্চের মধ্যে ৭৫/৭৬ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। এরপর প্রতিনিধি দল গঠন করে ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হবে। দলে কোনো হাইব্রিড নেতা থাকবে না। তৃণমূলে শক্তিশালী কমিটি গঠন করতে ব্যক্তিগত রাজনীতি চর্চা বন্ধ করা হবে। জেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন শেখ হারুনুর রশীদ। তিনি বলেন, উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। কাউন্সিলের জন্য তাদের শিগগিরই চিঠি দেওয়া হবে। দলে কোনো তোষামোদি বা গ্রুপিং চলবে না। দলের একজনই নেতা থাকবেন, তিনি শেখ হাসিনা। ব্যক্তিগত রাজনীতি চর্চা বন্ধ হলেই দলে শৃঙ্খলা ফিরবে। তিনি বলেন, এরই মধ্যে উপজেলা পর্যায়ে বর্ধিত সভায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় তৃণমূলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলা হবে। করা হবে। গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না।

সর্বশেষ খবর