সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
রিমান্ডে দুদকে জিজ্ঞাসাবাদ

কাউন্সিলর মিজানের বিপুল সম্পদ

নিজস্ব প্রতিবেদক

কাউন্সিলর মিজানের বিপুল সম্পদ

৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে পাগলা মিজান আসলে শতাধিক কোটি টাকার সম্পদের মালিক। তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার তদন্তে নেমে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে গতকাল মিজানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সংস্থাটি। এদিন দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মিজানকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। গত ২ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ একেএম ইমরুল কায়েশ মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ১১ অক্টোবর র‌্যাবের অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার হন মিজান। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ২ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় শ্রীমঙ্গল থানায় এবং অর্থ উদ্ধারের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় অর্থ পাচার আইনে মামলা করে র‌্যাব। আর মিজানের বিরুদ্ধে দুদকের মামলাটি হয় গত বছরের ৬ নভেম্বর। মামলার বাদী দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৮৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

সর্বশেষ খবর