সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
ঢাকা সিটি ভোট

ইভিএমে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

ভোটার তালিকা হালনাগাদ না করায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ এবং ভোটগ্রহণ স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনও খারিজ করেছে আদালত। গতকাল পৃথক দুই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি  জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ আদেশের ফলে দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ এবং ইভিএম ব্যবহারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে দুই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুরুস সাদিক, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ড. মো. ইয়াসিন খান এবং তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার শানজানা ইয়াসিন খান। সিটি করপোরেশন নির্বাচনে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত না করায় ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত চেয়ে গত বৃহস্পতিবার জনস্বার্থে রিট আবেদনটি করেছিলেন ইউনুছ আলী আকন্দ। তার আগে ২২ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তিনি। তখন ইউনুস আলী বলেন, ইভিএম-সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে এখনো পাস হয়নি। এ অবস্থায় সিটি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অবৈধ। তাই রিট দায়ের করেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর