মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

হারানো সাহস ফেরাতে কাজ করছি

-আবু সাইদ চাঁদ, আহ্বায়ক, জেলা বিএনপি

হারানো সাহস ফেরাতে কাজ করছি

‘বিএনপির অবস্থান আগে যেমন ছিল, এখনো তেমনি আছে। রাজশাহীর সব আসনে ফেয়ার (স্বচ্ছ) ভোট হলে আওয়ামী লীগ প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। পুলিশ ব্যবহার করে বিএনপি নেতা-কর্মীদের দমিয়ে রাখা হয়েছে। সেই হারানো সাহস ফেরাতে কাজ করছি।’  বাংলাদেশ প্রতিদিনকে কথাগুলো বলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। জেলা সভাপতি বলেন, আওয়ামী লীগ এমন ভয় পায় যে, গত নির্বাচনে আমাকে প্রার্থীই হতে দিল না। আমার বিরুদ্ধে মামলা, অথচ আমি জানলাম মনোনয়নপত্র বাতিলের দিন। বিএনপি নেতা চাঁদ বলেন, জেলার নয়টি উপজেলায় ২০ হাজার নেতার নামে লক্ষাধিক মামলা। এসব মামলায় প্রতিদিনই দল বেঁধে নেতা-কর্মীদের আদালতে হাজিরা দিতে আসতে হয়। মামলায় হাজিরা দিতে দিতে অনেকে ক্লান্ত। সে কারণে তারা আন্দোলনে নামার সাহস হারিয়ে ফেলেছে। তারপরেও তারা লড়ছে গণতন্ত্রের জন্য। সরকারের সমালোচনা করে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন, মানুষ কথা বলতে পারে না। কথায় কথায় পুলিশ মামলা দিচ্ছে। আওয়ামী লীগ সভা সমাবেশ সব করতে পারে। আমরা একটা মিছিলও করতে পারি না পুলিশি বাধায়।

সর্বশেষ খবর