মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
মন্ত্রিসভা বৈঠক

ডে-কেয়ার স্থাপনে আইন লক্ষ্মীপুর ও বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ডে-কেয়ার সেন্টার বা শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে আইন করছে সরকার। নিবন্ধনের বিধান বাধ্যতামূলক করে সরকার শিশু দিবাযত্ন কেন্দ্র আইন (ডে-কেয়ার সেন্টার) ২০২০-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত আইনে শিশুদের নিরাপত্তার ঘাটতিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫২টি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, শিশুদের পরিচর্যার জন্য বিশ্বস্ত সহায়ক সেবাযত্ন কেন্দ্রের অভাব পরিলক্ষিত হওয়ায় সরকার এ আইন প্রণয়ন করছে। যেহেতু এখন যৌথ পরিবার প্রথাটা একটু কমে আসছে এবং নারীরা বেশি বেশি করে কাজে সংযুক্ত হচ্ছেন। তাদের ছোট বাচ্চাদের দেখাশোনা করার জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠায় এ আইন প্রণয়ন করা হচ্ছে। এই আইন হলে ডে-কেয়ার স্থাপনকারীদের সংশ্লিষ্ট নিবন্ধন পরিদফতর থেকে নিবন্ধন নিতে হবে। তিন বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে। নিবন্ধন না করে কেউ শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে পারবে না। যদি করে তাহলে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। একই সঙ্গে সনদ না করা পর্যন্ত প্রতিদিন পাঁচ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে। শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শনে বাধা দিলে ৫০ হাজার টাকা এবং দিবাযত্ন কেন্দ্রে শিশুর নিরাপত্তা ঘাটতি থাকলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আনোয়ারুল ইসলাম জানান, প্রস্তাবিত আইনে চার ধরনের শিশু দিবাযত্ন কেন্দ্রের কথা বলা হয়েছে। এগুলো হলো- সরকারি ভর্তুকিপ্রাপ্ত। সরকার অথবা সরকারি কোনো দফতর, অধিদফতর, পরিদফতর, সংবিধিবদ্ধ সংস্থা অথবা কোনো স্বায়ত্তশাসিত সংস্থা কর্তৃক বিনামূল্যে পরিচালিত। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত। ব্যক্তি, প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা বা সংঘ বা সমিতি বা করপোরেট সেক্টর বা শিল্পখাত কর্তৃক অলাভজনক উদ্দেশ্যে পরিচালিত।

সর্বশেষ খবর