মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তিন দিন পর দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং লেনদেন কমেছে। গত তিন কার্যদিবসে ডিএসইতে সূচক ৯৪ পয়েন্ট বাড়ে। আর গতকাল কমেছে ৩৫ পয়েন্ট। এটিকে মূল্য সংশোধন বলছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়েই লেনদেন শুরু হয়। দিনশেষে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেওয়া ২৫৫টি কোম্পানির শেয়ার দর কমেছে, বেড়েছে ৬৬টি ও দাম অপরিবর্তিত থাকে ৩৩টি প্রতিষ্ঠানের দর। লেনদেন কমেছে ৬৯ কোটি ৫৬ লাখ টাকা। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৬ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ১২  কোটি ৬৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১৭৭টি এবং অপরিবর্তিত থাকে ২২টির দর।

সর্বশেষ খবর