মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

বাণিজ্য মেলার সময় বাড়ল চার দিন

ওলী আহম্মেদ, শেকৃবি

দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের মূর্ত প্রতীক জয়িতা ফাউন্ডেশন। বিগত বছরগুলোর মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা আত্মপ্রত্যয়ী ও সফল নারীদের হাতের সুনিপুণ ছোঁয়ায় তৈরি পণ্যে স্টল সাজিয়েছে জয়িতা ফাউন্ডেশন। এদিকে মেলার মেয়াদ বাড়ানো হয়েছে আরও চার দিন।

মেলা ঘুরে দেখা যায়, বাণিজ্য মেলায় জয়িতা ফাউন্ডেশনের প্যাভিলিয়ন নম্বর আরপি-৮। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী উদ্যোক্তাদের ২৬টি কর্নারে শোভা পাচ্ছে মেয়েদের সুনিপুণ হাতের ছোঁয়ায় বানানো বাহারি সব পণ্য। মসলিন শাড়ি, সুতি কাপড়ের ওপর হাতের কাজ করা বিচিত্র নকশার শাড়ি, থ্রি-পিস, দৃষ্টিনন্দন কটি, দেশীয় শাল চাদর, আছে শিশুদের  জন্য নানা ডিজাইনের পোশাক। গৃহসজ্জা উপকরণসমূহের মধ্যে রয়েছে ল্যাম্পশেড, পাটের তৈরি শিকা ও ব্যাগ, পুতুল ও টেবিল ম্যাট। স্টলে স্থান পেয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার। রয়েছে বিভিন্ন নকশি পিঠা, মুড়ি-মুড়কি, খই, আচার-চাটনি, বিভিন্ন ফুলের মধু, গাওয়া ঘি, ঘানি ভাঙা খাটি সরিষার তেল, তিলের তেল, নিমের তেল, তুষের তেল, হরেক রকম ফলের চকলেট, নারিকেলের নাড়ু, চিঁড়া ও চালের মোয়া। স্টলে পর্দা ও পর্দার বেল্ট ২০০ টাকা, নকশিকাঁথা আড়াই থেকে ৫ হাজার টাকা, কটি ৬০০ থেকে ১৫০০ টাকা, বাচ্চাদের বিভিন্ন পোশাক ৫০০ টাকা, থ্রি-পিস আড়াই থেকে ৩ হাজার টাকা, বাহারি ফ্রক এক হাজার টাকা, শাড়ি ১৮০০ থেকে ২ হাজার ৮০০ টাকা ও জামদানি শাড়ি আড়াই থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চার দিন বাড়ল মেলার মেয়াদ : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ চার দিন বাড়ানো হয়েছে। গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল, সেই সঙ্গে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে মেলা বন্ধ থাকবে। এ কারণে ব্যবসায়ীদের ক্ষতির কথা বিবেচনা করে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। ৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানোয় আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।

সর্বশেষ খবর