মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুন্সীগঞ্জে জ্বরে চাচি ভাতিজার মৃত্যুতে তদন্ত কমিটি

প্রতিদিন ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়াসংলগ্ন জসলদিয়া গ্রামে জ্বরে ভুগে মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে চাচি ও ভাতিজার মৃত্যুর পর পরিবারে তৈরি হয়েছে চীনের সেই প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আতঙ্ক।

তবে জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলছেন, এটি করোনাভাইরাসজনিত মৃত্যুর ঘটনা বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন না। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। বিডিনিউজ। জসলদিয়া গ্রামের মীর সোহেলের তিন বছর বয়সী ছেলে মীর আবদুর রহমান রবিবার গভীর রাতে জ্বরে আক্রান্ত হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয় বলে পরিবারের ভাষ্য। এর আগে রবিবার সকাল ৮টার দিকে রহমানের চাচা মীর জুয়েলের স্ত্রী শামীমা বেগম (৩৪) একইভাবে মারা যান। শামীমা বেগমের দেবর মীর শিবলু জানান, তার ভাবী সেদিন সকালে জ্বর জ্বর অনুভব করছিলেন। ধীরে ধীরে তার জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে তার শরীরের বিভিন্ন অংশে চাক চাক রক্তের দাগ দেখা যায়। ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর