বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

কক্সবাজারকে ব্যয়বহুল শহর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পর্যটন নগরী কক্সবাজারকে ‘ব্যয়বহুল শহর’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে সরকার। কক্সবাজার শহর/পৌরসভাকে ব্যয়বহুল শহর উল্লেখ করে গত সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরমধ্যে দিয়ে সাগরকন্যা হিসেবে পরিচিত পর্যটন শহর কক্সবাজারে কর্মরত সরকারি চাকরিজীবীরা এখন থেকে মহানগরের সমান হারে বিভিন্ন ভাতা পাবেন এবং সুযোগ সুবিধা ভোগ করবেন। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভোগ্যপণের মূল্য বিবেচনায় সরকার দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকাকে ‘ব্যয়বহুল শহর’ হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি বেতনকাঠামোতে অঞ্চলভেদে সুযোগ-সুবিধার ভিন্নতা আছে। ঢাকা বা চট্টগ্রামের মতো মহানগরে একজন সরকারি কর্মচারী যে হারে বাড়িভাড়া পান, অন্য জেলা শহর বা উপজেলায় সেই হার কমে আসে। যানবাহন ভাড়া, খাদ্য, পোশাকসহ অন্যান্য ভাতার ক্ষেত্রেও এই তারতম্য হয়। তবে কর্মকর্তারা বলছেন, কক্সবাজারের সাধারণ নাগরকিদের ক্ষেত্রে এ আদেশের কোনো কার্যকারিতা থাকবে না।

সর্বশেষ খবর