বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেষ চারে ছাড়ের ছড়াছড়ি

ওলী আহম্মেদ, শেকৃবি

শেষ চারে ছাড়ের ছড়াছড়ি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ সময়ে একদিকে যেমন বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণা, অন্যদিকে বেচা-বিক্রি বাড়াতে মেলায় অংশ নেওয়া স্টলগুলো রীতিমতো ছাড়-উপহারের প্রতিযোগিতায় নেমেছে। মেলার বিদায়ক্ষণে গৃহস্থালি পণ্য, ফার্নিচার, ইলেকট্রনিক পণ্য, খাদ্যপণ্য, প্রসাধনসামগ্রী ও পোশাকে ছাড়ের প্রতিযোগিতায় মেলা প্রাঙ্গণের লম্বা ভিড় ঠেলে ক্রেতা-দর্শনার্থীরা স্টলগুলোতে হাজির হচ্ছেন। সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণের আগের দিন ও ভোট গ্রহণের দিন অর্থাৎ শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে মেলার বর্ধিত সময় (৪ ফেব্রুয়ারি পর্যন্ত) ধরে মেলা চলবে আর চার দিন। মেলা ঘুরে দেখা যায়, ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোর মধ্যে ওয়ালটন ও ভিশনে বেচাকেনা বেশ জমজমাট। মেলায় ওয়ালটনের ২৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের ম্যানেজার মো. শফিউল আলম জানান, নতুন বছর এবং বাণিজ্য মেলা উপলক্ষে ওয়ালটনের সব মডেলের এসিতে ক্রেতারা পাচ্ছেন ১০ শতাংশ নগদ ছাড়। এছাড়া একসঙ্গে একাধিক এসি কিনলে মিলছে ১২ শতাংশ পর্যন্ত ছাড়। ন্যূনতম ২ হাজার টাকায় অগ্রিম বুকিং দিলে ৩০ জুন পর্যন্ত এসি কিনে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। এদিকে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-৫-এর আওতায় মেলায় ওয়ালটন এসি কিনে রেজিস্ট্রেশন করলে ভাগ্যবান ক্রেতারা পাচ্ছেন ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি। এছাড়া ওয়ালটনের পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক, ফ্রি ইনস্টলেশন ও ফ্রি হোম ডেলিভারি। ভিশন ১২০টি ইলেকট্রনিক পণ্য নিয়ে ২ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের দ্বিতীয় তলা সাজিয়েছে।

 পণ্যভেদে তারা দিচ্ছে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি বিভিন্ন উপহারসহ লটারির মাধ্যমে ভাগ্যবান ক্রেতারা পাচ্ছেন ঢাকা-মালয়েশিয়া ও থাইল্যান্ড কিংবা ঢাকা-কক্সবাজার ফ্রি বিমানের টিকিট। স্টিল, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈরি গৃহস্থালি সব জিনিসপত্র দিয়ে সাজানো আরএফএল ও বেঙ্গলের স্টলে উপচে পড়া ভিড়। ৩০ শতাংশ মূল্য ছাড়ে ৫০০ টাকার পণ্য কিনে থাইল্যান্ড, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ পাচ্ছেন ভাগ্যবান ক্রেতারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর