বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফরমায়েশি রাজনীতি আর হবে না

- মাসুক উদ্দিন আহমদ, সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগ

ফরমায়েশি রাজনীতি আর হবে না

সিলেট মহানগর আওয়ামী লীগে এখন থেকে আর ফরমায়েশি রাজনীতি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অনেক নেতা আছেন, যারা শুধু নামেই আছেন। কোনো কাজে তাদের পাওয়া যায় না। এসব নামে আছে কাজে নেই নেতাদের স্থান মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে হবে না। গেল ডিসেম্বরে মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষে বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। মাসুক উদ্দিন আহমদ আরও বলেন, ‘নতুন ও পুরাতনের সংমিশ্রণে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি হবে। আমরা ক্লিন ইমেজধারী নেতাদের খুঁজছি, তাদের কমিটিতে স্থান দেওয়া হবে। ফরমায়েশি রাজনীতি সিলেট মহানগর আওয়ামী লীগে আর চলবে না। এ ধরনের রাজনীতি হতে দেওয়া যাবে না। আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দলকে সুসংগঠিত করতে আমাদের দায়িত্ব দিয়েছেন। তিনি আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেছেন। আমরা সে অনুসারেই কাজ করব। কোনোভাবেই তাঁর বিশ্বাসের অবমূল্যায়ন হতে দেব না।’ তিনি বলেন, ‘দলের জন্য যাদের ত্যাগ আছে, তাদের মূল্যায়ন করা হবে। পদ নিয়ে আছেন অথচ কাজ করেন না, তাদের স্থান নেই। দলের পদ ব্যবহার করে অতীতে অনেকেই বিতর্কিত কাজে জড়িয়েছেন। দলের ভাবমূর্তি ডুবিয়েছেন। আগামী কমিটিতে এদের দমিয়ে রাখা হবে।’ মহানগর আওয়ামী লীগের এই সভাপতি জানান, কমিটিতে রাখার জন্য নেতাদের ভালো ও মন্দ দুটো আমলনামাই তারা খতিয়ে দেখছেন। আমলনামাই বলবে কে কোথায় থাকবেন।

সর্বশেষ খবর